আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক ‘পপ” সারাদেশে নিরবচ্ছিন্ন, সুরক্ষিত দ্বিগুণ গতির ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য রাজধানী ঢাকার পর শিল্প নগরী খুলনাতে স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে, বাণিজ্যমন্ত্রণালয়ের অধীন বিপিসি’র সমন্বয়ক এবং অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান গত শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল টেলিকমিউনিকেশন সার্ভিসে দুপুর ২:০০ টায় স্মার্ট টেলিকম সেবাটির উদ্বোধন করেন। আব্দুর রহিম খান তার প্রধান অতিথির ভাষণে প্রথমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন এবং এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। দেশজুড়ে আইএসপিএবির নিক্স এর মাধ্যমে লোকাল ডাটা লোকালী রেখে আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করি। প্রাকৃতিক ও মনুষ্য দুর্যোগে সাড়া দেয় এমন একটি স্মার্ট বাংলাদেশ গড়তে নেটওয়ার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষ প্রকৌশলী তৈরি করতে আমরা আমাদের নিক্স পপ সুবিধাও প্রসারিত করব। এই ক্ষেত্রে,বিপিসি আইএসপিএবি এর সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।
আইএসপিএবি চেয়ারম্যান ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি’র লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইএসপিএবি খুলনা বিভাগের আহবায়ক মো: জুবায়ের ইসলাম। সভাপতির বক্তব্যে আইএসপিএবি চেয়ারম্যান জনাব ইমদাদুল হক বলেন, রাজধানীর মহাখালী, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুরে চারটি পপ স্থাপনের ফলে ৯০ জিবিপিএস ট্রাফিক পাওয়া গেছে।