• Ticket
  • ২১তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

    • ISPAB
    • 8-Jan-2024
    News,

    ২১তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি

    ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সকল সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম বার্ষিক সাধারণ সভা ২০২৩ স্বাস্থ্যবিধি মেনে নিম্নলিখিত স্থান, তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে;

    স্থান:
    Retired Armed Forces Officers ‘Welfare Association’ (RAOWA Club)
    রিটায়ার্ড আর্মড ফোর্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)
    হেলমেট হল (২য় তলা)
    ভিআইপি রোড, মহাখালী, ঢাকা- ১২০৬

    সাধারণ সভার তারিখ ও সময়:
    ২৭ জানুয়ারী ২০২৪, শনিবার, সকাল ১১:০০ ঘটিকা হতে ২:০০ ঘটিকা পর্যন্ত।

    বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি:
    ১. গত ১১ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত এসোসিয়েশনের ২০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন।
    ২. এসোসিয়েশনের ২০২৩ সালের বার্ষিক বিবরণী উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহন।
    ৩. এসোসিয়েশনের ২০২৩ সালের অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহন।
    ৪. এসোসিয়েশনের ২০২৪ সালের অর্থবছরের নিরীক্ষক নিয়োগ এবং তাদের ভাতা নির্ধারণ।
    ৫. এসোসিয়েশনের ২০২৪ সালের অর্থবছরের বাজেট উপস্থাপন ও সিদ্ধান্ত গ্রহন।
    ৬. বিবিধ

    বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের সম্মানিত সাধারণ ও সহযোগী সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।


    মো: ইমদাদুল হক
    সভাপতি
    ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)

    Download File

    Latest Blogs

    ;